ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী সুধীর চৌধুরী নির্বাচন থেকে সরে গেছেন-এমন গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এমন খবর পেয়ে তার কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে কর্মীদের সঙ্গে বৈঠক করে চেয়ারম্যান প্রার্থী বলেন, আপনারা আমাকে যে মাঠ গুছিয়ে দিয়েছেন, এতে আমার কাছে নির্বাচনে হারার ভয়ে অন্য কেউ আমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে। আমি আপনাদের পাশে আছি। এতে যতই বাধা আসুক, নির্বাচন থেকে এক পা আমি পিছু হটব না।
জানা গেছে, ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে নির্বাচনি মাঠ গরম হয়ে উঠেছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে একমাত্র প্রার্থী হেলিক্প্টার মার্কার সুধীর চৌধুরী। উপজেলায় ৩ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪৭ হাজার ভোট রয়েছে এ সম্প্রদায়ের। তাই ওই ভোটের টার্গেট নিয়েই জয়ের স্বপ্ন রয়েছে তার, এমন মন্তব্য অনেকের।
সুধীর চৌধুরীর নেতাকর্মীরা জানান, নির্বাচন থেকে সরে যাওয়ার গুজবে হতাশ হয়েছিলাম আমরা। কিন্তু এখন আমরা হতাশ নই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জয় আমাদের নিশ্চিত বলে জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই