শেরপুর জেলা শহরে ছাত্রদল ও শেরপুর থানা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আলাদা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ দিন আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোথাও তাদের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
শহরে শেরপুর জেলা ছাত্রদল বড় বিক্ষোভ করেছে। জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও নাঈম হাসান উজ্জলের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মুরশেদ জিতু, ফুয়াদ তুহিন, নিলয় আহম্মেদ, তৌহিদুর রহমান, মসিবল ইসলাম ও আয়ন খান।
বিডি প্রতিদিন/ইই