বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে অ্যাফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে জাল স্বাক্ষরিত অ্যাফিডেভিট করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. আক্তারুজ্জামান (৩৮)। তারা দীর্ঘদিন থেকে এ কাজের সাথে জড়িত।
জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে মোছা. আসমা মাহবুব নামে এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প তদন্তে গেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাওয়ার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে।
আদালত বিষয়টি ওসি (ডিবি) মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সদরুল কবির আদালতে জানান তাদের টিমে প্রায় ২০০ জন প্রতারক দীর্ঘদিন যাবৎ এই প্রতারণা করে আসছে।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রকারককে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই