ঝালকাঠি হানাদার মুক্ত দিবস ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী চারদিক থেকে অবরুদ্ধ হয়। পরে বাধ্য হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠিতে অবস্থানকারী পাক বাহিনীর মেলিশিয়া বাহিনী পালিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠির আশপাশে অবস্থানকারী মুক্তিবাহিনী বিকাল থেকে শহরে অনুপ্রবেশ করে। তারা চারদিক থেকে থানা ঘেরাও করে রাখে। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম শাহনেয়াজ থানায় আসে এবং তৎকালীন পুলিশ বাহিনী তাদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে। রক্তপাতহীনভাবে ঝালকাঠি হানাদার মুক্ত হয়। এ সময় মুক্তির আনন্দে সাধারণ মানুষ রাস্তায় আনন্দ উল্লাস করে।
একই দিন বিকালে মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডার সেকান্দার আলীর নেতৃত্বে থানা ঘেরাও করা হয়। প্রাথমিক পর্যায়ে থানায় অবস্থানকারী পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে মুক্তিযোদ্ধারা থানায় প্রবেশ করলে পুলিশ বাহিনী আত্মসমর্পণ করে।
ঝালকাঠি হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বিজয় র্যালি ও আলোচনা সভা কর্মসূচি নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই