পাঁচ বছর আগে গোটা পৃথিবীকে থমকে দিয়েছিল করোনা। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব রক্ষা-এসব হয়ে উঠেছিল জীবনে অবশ্যকরণীয়। সময়ের সঙ্গে ঝিমিয়ে পড়েছিল বিশ্বকাঁপানো সেই তাণ্ডব। দুশ্চিন্তার কারণ হচ্ছে, বিভিন্ন দেশে নতুন করে ফের বাড়ছে করোনার নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ। বাংলাদেশেও বাড়ছে করোনা আতঙ্ক। হঠাৎ করেই বেড়েছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের এ করোনায় মৃত্যুঝুঁকি কম হলেও যথেষ্ট ভোগাতে পারে বয়স্ক এবং অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদের। পরিস্থিতি বিবেচনায় আবারও টিকা কার্যক্রম চালুর তাগিদ দিয়েছেন তাঁরা। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, করোনা পরীক্ষা করাতে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে সতর্কতা জারি করেছে। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমিক্রণের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ভারতসহ অন্য সংক্রামক দেশ থেকে আসা এবং বাংলাদেশ থেকে ওসব দেশ ভ্রমণ করা যাত্রীদের ক্ষেত্রে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্যবিধি ডেস্কে নজরদারি জোরদার করতে বলা হয়েছে। প্রশ্ন উঠেছে, পৃথিবী কি আবার ফিরছে সেই লকডাউনে? সে ভীতিকর অবস্থা না হলেই কল্যাণ। লক্ষ করা গেছে, এবার শিশু এবং তরুণদের মধ্যেও নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার হার আগের চেয়ে বেশি। ফলে সবার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনই করণীয় ও নিরাপদ। তথ্য বলছে, এপ্রিলে দেশে আক্রান্ত হয়েছিল ২৩ জন। মে-তে বেড়ে দাঁড়ায় ৮৬। এর মধ্যে করোনা আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে। এ অবস্থায় ব্যক্তি, পরিবার ও পরিপার্শ্ব করোনামুক্ত রাখতে যথাযথ সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। কেউ জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হলে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। করোনা ভ্যারিয়েন্টের যে কোনো ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধ ও প্রতিকারের যাবতীয় ব্যবস্থা নিতে হবে জরুরিভাবে।
শিরোনাম
- নিশ্চিত থাকেন নির্ধারিত সময়েই নির্বাচন, একদিনও দেরি হবে না : প্রেস সচিব
- নেইমারদের খেলা সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলীয় সমর্থকরা
- এনার্জি ড্রিংকের ক্যানে ভদকা, সতর্ক করল মার্কিন কর্তৃপক্ষ
- মাঝআকাশে তীব্র ঝাঁকুনি: জরুরি অবতরণ, ডেল্টা ফ্লাইটে আহত ২৫
- মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা ও মানববন্ধন
- চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
- ভোলায় দলিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে পরিচিতি সভা
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৮৪
- বান্দরবানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
- ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে সুদহার কমানোর ইঙ্গিত
- ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
- চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
- ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
- মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা সরকার
- বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও তিনজন
- চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে : আবদুল মোমেন
- নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন টেইলর
আবারও করোনা
প্রতিরোধ ও প্রতিকারে পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর