শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

‘সাঞ্জু’ আসছে...

শোবিজ ডেস্ক

‘সাঞ্জু’ আসছে...

বলিউড তারকা রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাঞ্জু’। এটি তৈরি হয়েছে ‘মুন্নাভাই’ খ্যাত সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে। নব্বইয়ের দশকে সঞ্জয় ছিলেন সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন। বলিউডে আন্ডারগ্রাউন্ড ‘ডন’ দাউদ ইব্রাহীমের বেশ ঘনিষ্ঠ মানুষ সঞ্জয় বলে অনেকই মনে করে। ফলে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের ঘটনায় দোষীদের তালিকায় নাম ওঠে তার। সেই মামলায় কয়েক বছর জেলও খাটতে হয় সঞ্জয়কে। সেই আলোচিত ও সমালোচিত নায়ক সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হয়েছে এ ছবিটি। নির্মাণ করছেন বলিউডের পারফেক্টশনিস্ট ডিরেক্টর রাজকুমার হিরানী। ছবিটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। আরও অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা ও ভিকি কৌশল। সঞ্জয় দত্ত ও রণবীর কাপুর সম্প্রতি একসঙ্গে নাচের উপযোগী একটি গানের শুটিং করেছেন। একটি সূত্র জানিয়েছে, আবেগ, ভালোবাসা ও বন্ধুত্বের মেলবন্ধন ঘটানো হয়েছে ছবিটির গল্পে। তাই মজার একটি গান তৈরি করতে চেয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। এতে উঠে এসেছে গণমাধ্যমের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পকের্র চিত্র। গানটির মাধ্যমে তার গোটা জীবনের পথচলার সঙ্গে দর্শকদের অভিজ্ঞতা হবে বলে আশাবাদী প্রযোজক বিধু বিনোদ চোপড়া। কয়েকদিন আগে সুপারস্টার সালমান খান মন্তব্য করেন, ছবির শেষভাগে সঞ্জয় দত্তের নিজেরই অভিনয় করা উচিত ছিল। এ নিয়ে মুখ খুলেছেন রণবীর-‘কোনো অভিনেতা নিজের ভূমিকায় নিজে অভিনয় করলে চরিত্রটির প্রভাব নষ্ট হয়ে যায়। সঞ্জয় দত্তের সঙ্গে আমাকে তুলনা করা হবে জানতাম। এ কারণে যথাসম্ভব ভালো করার চেষ্টা ছিল আমার। মানুষ আমাকে ৪০ বছর কিংবা ২০ বছরের সঞ্জয় দত্ত চরিত্রে দেখে ঠিকই ভাববে, তার চরিত্রে অভিনয় করেছে এমন একজন অভিনয়শিল্পী আমি। এটা ঠিক, দ্বিতীয় সঞ্জয় দত্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়।’ তবে ট্রেইলার দিয়েই বাজিমাত করেছে ‘সাঞ্জু’। সঞ্জয়ের চরিত্রের ভিতরে কি দারুণভাবে ঢুকে গেছেন রণবীর, সেটাও ট্রেইলারে দেখা গেছে, প্রমাণ মিলেছে স্থিরচিত্রগুলোতেও। তবে অনেকেই হয়তো জানেন না, এ সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউড সুপারস্টার মিস্টার পারফেকশনিস্ট আমির খানকেও! সাঞ্জুর চরিত্রে নয়, তার বাবা সুনীল দত্তের চরিত্রে চেয়েছিলেন হিরানী। কিন্তু স্ক্রিপ্ট পড়ে সঞ্জয়ের চরিত্রটাকেই সবচেয়ে পছন্দ হয়েছিল তার। এ কারণে সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ছবিটি মুক্তি পাবে ২৯ জুন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর