রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

খাগড়াছড়িতে ‘ইত্যাদি’

শোবিজ প্রতিবেদক

খাগড়াছড়িতে ‘ইত্যাদি’

আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’র খাগড়াছড়িতে ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে চারদিকে পাহাড়বেষ্টিত চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা এই পর্বটি ২০১৫ সালের ১৯ জানুয়ারি কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে শিক্ষানুরাগের এক জীবন্ত প্রতীক রিকশাচালক মো. জাকের হোসেনের ওপর একটি শিক্ষণীয় প্রতিবেদন। রয়েছে ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজীর ওপর একটি মানবিক প্রতিবেদন। যিনি চিরসবুজ বকুল ফুলের গাছ লাগিয়ে সুরভিত করেছেন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গা। এ ছাড়াও রয়েছে সরকারি কর্মচারী মাগুরার এ বি এম নজরুল ইসলামের নিষ্ঠা এবং কর্মনিষ্ঠার ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে কোনো অজুহাতেই কখনো কোনো নিয়ম ভঙ্গ করেননি।

রয়েছে পাহাড়ি কন্যা রাঙামাটি জেলার সাজেক ভ্যালির ওপর একটি চমৎকার তথ্যভিত্তিক প্রতিবেদন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর