বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আলো আঁধারে মিলন-চৈতী

শোবিজ প্রতিবেদক

আলো আঁধারে মিলন-চৈতী

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি ‘আলো আঁধার’  ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সঙ্গে রয়েছে ইসরাত জাহান চৈতী। এটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ এবং পরিচালনায় সঞ্জীব দাস। ২২ ফেব্র“য়ারি থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। এতে আনিসুর রহমান মিলনের বোনের চরিত্রে অভিনয় করেছেন চৈতী। এক ধনাঢ্য পরিবারের সন্তান তারা দুজন। মিলনের চরিত্রের নাম কবির, চৈতীর চরিত্রের ফারহানা। কবির পরিবারের আদরের ছেলে। মা তাকে খুব ভালোবাসেন। সস্ত্রীক দিনকাল ভালো যাচ্ছিল। কিন্তু প্রেম বিষয়ক জটিলতার কারণে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় কবিরের। নেপথ্যে ছিল স্ত্রীর বান্ধবীর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি। কিন্তু কিছুদিন পর পারিবারিকভাবে গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসেন কবির। এভাবে চলে নাটকের গল্প। মিলন বলেন, ‘ভালো একটি গল্প। কাজ করে ভালো লেগেছে।’ চৈতী বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে। আর এটিতে অভিনয় দেখানোর সুযোগ ছিল।’ মিলন নাটকের পাশাপাশি সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। অন্যদিকে চৈতী নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও নিয়মিত অভিনয় করছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর