‘আহারে জীবন’, করোনাকালে মানুষের ঘরবন্দি জীবন আর নানা ঘটনা-অঘটন নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি। সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন প্রখ্যাত চিত্রনির্মাতা ছটকু আহমেদ। এই ছবির দুটি গুরুত্বপূর্ণ ও মুখ্য চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমা। প্রায় এক মাস ধরে ছবিটির দৃশ্যধারণের কাজ জোর গতিতে এগিয়ে চলেছে। নির্মাতা জানান, অন্যরকম গল্পে উপভোগ্য হবে ছবিটি। ‘আহারে জীবন’-এর শুটিংয়ের ফাঁকে এভাবেই ক্যামেরাবন্দি হলেন নির্মাতা ও এই দুই শিল্পী।