অর্চিতা স্পর্শিয়ার ৩০তম জন্মদিন ছিল ৮ ডিসেম্বর। বয়স হোক না ত্রিশ, এখনো দেখতে যেন কিশোরী স্পর্শিয়া। সহকর্মীরা বলে থাকেন, তাঁর বয়স বাড়ে না! মানে বয়সের নিয়মে বয়স বাড়ে কিন্তু স্পর্শিয়ার মুখে তাঁর প্রকাশ নেই। এদিক থেকে তিনি ব্লেসড। সেই সুন্দর মুখশ্রী, মায়াভরা দুটি চোখ কিংবা মিষ্টি হাসি কি কোনো কাজে লাগবে মৃত্যুর পর? সেই চিন্তা থেকেই স্পর্শিয়া নিয়েছেন এক ছকভাঙা সিদ্ধান্ত। শুক্রবার অভিনেত্রীর জন্মদিনে তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমার এই শরীর মৃত্যুর পরও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর করা হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে, এটা মনেপ্রাণে চাই।’ তিনি আরও বলেন, ‘আমার এই দেহদানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসাবিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার জন্য যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে?’ জানা গেছে, বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। তাই মৃত্যুর পর দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা তাঁর মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।’ অর্চিতা স্পর্শিয়া ২০১১ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে প্রথম দর্শকদের মধ্যে আলোচনায় এসেছিলেন। নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ও অনন্য মামুন পরিচালিত ‘নবাব এল এল বি’, ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এদিকে স্পর্শিয়া একটি প্রযোজনা সংস্থা খুলেছেন ‘কচ্ছপ ফিল্মস’ নামে।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
স্পর্শিয়ার অন্যরকম ইচ্ছা...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর