প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘প্রবাসী-৪’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও তাসনুভা তিশা। মো. মাঈন উদ্দিনের গল্পে নাটকটি রচনা করেছেন ফাতেমা আক্তার আদিবা, পরিচালনায় রাহাত মাহমুদ। প্রযোজনায় মো. মাঈন উদ্দিন। এর আগে ভিন্ন ভিন্ন পরিচালক ও শিল্পীদের নিয়ে একই গল্পকারের গল্পে প্রবাসীদের নিয়ে তিনটি নাটক নির্মিত হয়েছে। স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত নাটকটিতে আরও অভিনয়ে নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, ইন্তেখাব দিনার, দিলরুবা দোয়েল, তামিম প্রমুখ।