ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আবদুুল ওয়াদুদের সংগীত সন্ধ্যা
আজ গুলশানস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে শিল্পী আবদুল ওয়াদুদের একক সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানে শিল্পীর বিভিন্ন ধরনের ১০ থেকে ১৫টি গান গাওয়ার কথা রয়েছে বলে জানান আয়োজক সংস্থা।
শিল্পী আবদুল ওয়াদুদ ১৯৫৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছায়ানট সংগীত বিদ্যায়তনে তিনি ছয় বছর মেয়াদি রবীন্দ্রসংগীত কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি জার্মানিতে অনুষ্ঠিত 'দ্য পাইওনিয়র ফেস্টিভ্যাল'-এ অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের স্পেশাল গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার অ্যালবাম 'পৌষ ফাগুনের পালা'।
বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো
এসবি মিডিয়ার আয়োজনে কাল শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো চ্যারিটি শো। এতে নৃত্য পরিবেশন করবে স্টার প্লাস ইন্ডিয়ান ড্যান্সিং সুপারস্টার মাইকেল জ্যাকসন গ্রুপ। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী মিলা, ঝিলিক ও কোকিলকণ্ঠী গায়িকা সাবিনা ইয়াসমিন তনয়া বাঁধন।
বেঙ্গলে সেমন্তী মঞ্জরীর অ্যালবামের প্রকাশনা
আজ বিকালে বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে সেমন্তী মঞ্জরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম 'রাঙিয়ে দিয়ে যাও'র মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহ্মিদা খাতুন। এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন শিল্পী সেমন্তী মঞ্জরী। 'রাঙিয়ে দিয়ে যাও' অ্যালবামটির উল্লেখযোগ্য গানগুলো হলো_ আজি দখিন-দুয়ার খোলা, বাসন্তী, হে ভুবনমোহিনী, ও চাঁদ, তোমায় দোলা, এ কি লাবণ্যে, সেই তো বসন্ত ফিরে এলো, ফাগুন-হাওয়ায়, রঙে রঙে, যদি তারে নাই চিনি গো, একটুকু ছোঁয়া লাগে, তুমি কিছু দিয়ে যাও, রাঙিয়ে দিয়ে যাও।
কাল রাধা রমণের গান গাইবেন বিশ্বজিৎ রায়
কাল শনিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে রাধা রমণের গান গাইবেন লোকশিল্পী বিশ্বজিৎ রায়। এ আয়োজনে শিল্পী রাধা রমণের প্রায় ১৫টি গান পরিবেশন করবেন। রাধা রমণের গান নিয়ে নিবেদিত এই শিল্পী একাধারে একজন দক্ষ সংগঠক ও সংগীতের শিক্ষক।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের একবিংশতম জাতীয় সম্মেলন
'মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়' স্লোগান নিয়ে আজ যশোরে শুরু হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দিনব্যাপী একবিংশতম জাতীয় সম্মেলন। সকাল ১০টায় যশোর পৌর পার্কে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মারুফুল ইসলাম ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশীদ।
১৯৮০ সালের ২৯ নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নাটকের অভিভাবক সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে অন্তর্ভুক্ত রয়েছে সারা দেশের প্রায় ৩০০টি নাটকের দল।
২৯ এপ্রিল উদযাপিত হবে
আন্তর্জাতিক নৃত্য দিবস ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। 'চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে' এই স্লোগান নিয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করবে নাচের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। ওইদিন সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গল নৃত্য। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। সকাল-বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বাণী পাঠ করবেন ড. নিগার চৌধুরী, স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আজীবন সম্মাননা প্রদান করা হবে নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেনকে। নৃত্য দিবস উদযাপনের এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
স্বপ্নদলের 'ত্রিংশ শতাব্দী'
আগামী ২৮ এপ্রিল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকের সংগঠন স্বপ্নদলের ব্যতিক্রমধর্মী গল্পের নাটক 'ত্রিংশ শতাব্দী'। বাদল সরকারের গল্প অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতির ওপর ভিত্তি করে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। অভিনয়শিল্পীরা হলেন- ফজলে রাব্বী সুকর্ন, হাসান রেজাউল, মাধুরী বেপারী সুমি প্রমুখ।