হলিউডের স্বনামধন্য অভিনেতা রিচার্ড গিয়ার ৬৯ বয়সে দ্বিতীয়বারের বাবা হয়েছেন। তার এ সন্তানের মা আলেজান্দ্রা সিলভা (৩৫)। এটাই এ দম্পতির প্রথম সন্তান। ছেলের নাম রাখা হয়েছে আলেক্সান্ডার।
২০১৫ সালে গিয়ার ও সিলভার সম্পর্ক গড়ে উঠে। গত বছর বিয়ে করেন তারা। সিলভা সন্তানসম্ভবা হওয়ার পর তাকে নিয়ে তিব্বতের ধর্মগুরু দালাইলামার আশির্বাদ নিয়েছিলেন গিয়ার।
এর আগে অভিনেত্রী ক্যারি লাওয়েলকে বিয়ে করেছিলেন গিয়ার। সে সংসারে গিয়ারের ১৮ বছর বয়সী একটি ছেলে আছে গিয়ারের। তার নাম হোমার। এদিকে প্রথম সংসারে আলবার্ট (৬) নামে এক ছেলে আছে সিলভার। সূত্র: হ্যালো! সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা