৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন সপ্তাহ। যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। সে হিসেবে ১২ ফেব্রুয়ারি ছিল আলিঙ্গন দিবস (হাগ ডে)। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এ দিনে নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে দেখা গেছে, নিজের পোষা কুকুরকে জড়িয়ে ধরে আছেন মিমি।
মিমি ছবিটির সঙ্গে লিখেছেন, আমি সাধারণত ভ্যালেন্টাইন সপ্তাহের খোঁজখবর রাখি না। কিন্তু আমার জন্য এটি সত্যিই হাগ ডে।
এর আগে মিমি জানিয়েছিলেন, পোষা কুকুরটিকে তিনি সন্তানের মতো ভালোবাসেন। তার মতে, সুখে-দুঃখে পোষা কুকুরটিই তার খুব কাছের। হতাশা ও নেতিবাচক বিষয় থেকে দূরে থাকতে কুকুরটি তাকে খুবই সাহায্য করে।
বিডি প্রতিদিন/ফারজানা