প্রতি শুক্রবার রাত সাড়ে ৯ টায় প্রচার হবে বৈশাখী টেলিভিশনের নতুন মিউজিক্যাল শো ‘মিউজিক ট্রেন’। আমাদের দেশে অনেক প্রতিশ্রুতিশীল শিল্পী আছেন যারা নিয়মিতই মিউজিক ভিডিও নির্মাণ
করে থাকেন। অনেক সময় তাদের অডিও গানের চেয়ে মিউজিক ভিডিওটিই ব্যাপক জনপ্রিয়তা পায়। সেইসব জনপ্রিয় মিউজিক ভিডিও থেকে নির্বাচিত বেশ কয়েকটি মিউজিক ভিডিও নিয়েই মিউজিক ট্রেন।
সেই সাথে থাকছে জনপ্রিয়তার ভিত্তিতে টপচার্ট। প্রচারিত মিউজিক ভিডিওগুলো থেকে থাকছে দর্শকদের জন্য মজার মজার কুইজ। উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। প্রথম পর্ব প্রচার হবে আজ ( ১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩০ মিনিট।
বৃষ্টি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম । প্রথম পর্বে অন্যান্য শিল্পীর সঙ্গে দেখানো হবে আমেরিকার নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজার ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ’ গান। তৃতীয় পর্ব ১ মার্চ একই সময়ে প্রচার হবে তার ‘মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাব’।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন