অসাধারণ অভিনয়ে মানুষের হৃদয় জয় করেছেন বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা শেষে সম্প্রতি লন্ডন থেকে ভারতে ফিরেছেন তিনি। তবে দেশে ফেরার পরই তাকে নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।
শোনা গিয়েছিল, ভারতে ফিরেই তিনি ‘হিন্দি মিডিয়াম টু’র শুটিংয়ে অংশ নেবেন। তবে এখন জানা গেলো ভিন্ন কথা। তিনি নাকি সিনেমাটি করবেন না।
ইরফান খানের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, ইরফান এখনই অভিনয় ফিরবেন না। এমনকি তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর, তাকে কমপক্ষে এক বছরের জন্য কাজ করার অনুমতি দেওয়া হবে না। তাই এখনই ‘হিন্দি মিডিয়াম টু’ বা অন্য কোন সিনেমা করার প্রশ্নই আসে না।
হলিউড এমনকি বাংলাদেশের সিনেমাতেও দক্ষতার ছাপ রেখেছেন ইরফান খান। সম্প্রতি তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন, তিনি একটি বিরল রোগে আক্রান্ত। পরে ইরফান জানান, তার নিউরো এন্ড্রোক্রাইন টিউমার হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার