ভাষার মাসকে উপলক্ষ করে মুক্তি পাচ্ছে সিডি ভিশনের ব্যানারে খন্দকার বাপ্পির 'ভাষা তোমার জন্য'। অনুরূপ আইচ এর লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইশরাক হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন দেশী টায়রো টিম।
গানটিতে সংগীতশিল্পী ছাড়াও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বগণ অংশ নেন। খুব শীঘ্র সিডি ভিশনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রচার করা হবে।
সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম বলেন, গানটি আমার অনেক পছন্দের। আশা করছি, সকল শ্রেণির দর্শকদের পছন্দ হবে। গানটির
গীতিকার অনুরূপ আইচ বলেন, ভাষার গানটি নিয়ে গত কয়েক বছর ধরে পরিকল্পনা করে আসছিলাম, সেই ধারাবাহিকতায় গানটি নির্মাণ করা।
সংগীত শিল্পী খন্দকার বাপ্পি বলেন, দেশ নিয়ে গান করার অনুভূতি অন্যরকম। দীর্ঘ ২ বছর ধরে ভাষার গানটি নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা সবার ওপর ছেড়ে দিলাম।
বিডি প্রতিদিন/ফারজানা