জেমস বন্ড সিরিজের নতুন ছবি 'বন্ড ২৫' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। ছবিটির মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২০ সালের ৮ এপ্রিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পিছিয়ে ছবিটির মুক্তি। প্রাথমিকভাবে ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০১৯ সালের ৮ এপ্রিল।
প্রথমে ছবিটি পরিচালনা করা কথা ছিল ড্যানি বয়েলের। তিনি সরে দাঁড়ানোয় ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন ক্যারি জোজি ফুকুংগা। ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে ইউনিভার্সাল।
'বন্ড ২৫' ছবিটিতে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ, লি সিডক্স, রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস ও বেন উইশো। স্যাম মেন্ডেস পরিচালিত 'স্পেকট্রা' ছবির চরিত্রগুলো ফের দেখা যাবে এই ছবিতে।
জেমস বন্ড সিরিজের শেষ দুটি ছবিই বিশ্বব্যাপী বেশ ব্যবসা করেছিল। স্কাইফল আয় করেছিল ১.১. বিলিয়ন ডলার। স্পেকট্রা আয় করেছিল ৮৮০.৭ মিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/ফারজানা