সদ্য সমাপ্ত বিশ্ব ভালোবাসা দিবসে স্ত্রী সানিয়া সাগরের সঙ্গে একটি ‘প্রায় অশালীন' ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা অভিনেতা প্রতীক বব্বর। এরপর তাকে প্রবল ট্রোলের মুখে পড়তে হয় বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত মাসেই লখনউয়ে সানিয়াকে বিয়ে করেন প্রতীক। ডিএনএ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতীককে এই ছবিটি পোস্ট করার জন্য প্রবল নিন্দা জানান। ছবিতে তার স্ত্রীকে টপলেস অবস্থায় প্রতীকের সঙ্গে দেখা গেছে। অনেকে একে ‘পাবলিসিটি গিমিক' বলেছেন। তবে সকলেই যে খারাপ কথা বলেছেন তা নয়, একজন টুইটার ব্যবহারকারী আবার প্রতীককে জিজ্ঞাসা করেছেন, ‘‘আপনি ভ্যালেন্টাইন্স ডে-র ছবিটি ডিলিট করে দিলেন কেন?''
প্রতীক বব্বর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে 'জানে তু ইয়া জানে না', 'ধোবিঘাট', 'আরক্ষণ' উল্লেখ্য। গত বছর তাকে 'বাঘি টু' এবং 'মূলক' সিনেমায় দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে ব্রহ্মাস্ত্র এবং ছিঁচোরে সিনেমাতেও কাজ করতে চলেছেন প্রতীক। অন্যদিকে, সানিয়া সাগর বহু মিউজিক ভিডিও প্রযোজনা এবং পরিচালনা করেছেন। তিনি অনেক শর্ট ফিল্ম এবং ফ্যাশন ফিল্মের ও প্রযোজক-পরিচালক।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব