২১ অক্টোবর, ২০১৯ ১২:৫১

‘শিরোনামহীন’র গান গাইতে পারবেন তুহিন

অনলাইন ডেস্ক

‘শিরোনামহীন’র  গান গাইতে পারবেন তুহিন

‘শিরোনামহীন’ এর  গান গাইতে পারবেন শিরোনামহীনের সাবেক ভোকাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজির তুহিন। ব্যান্ডটির ৪৯টি গান নিয়ে বিচারিক আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ ছয় মাসের স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তুহিন এবং তার নতুন ব্যান্ড ‘আভাস’ ওই গানগুলো গাইতে পারবে। 

বিচারিক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিশন আবেদনের শুনানি গতকাল রবিবার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তুহিন ও তার ব্যান্ড ‘আভাস-কে গানগুলো গাইতে দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।তুহিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকরামুল হক টুটুল। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান।

আইনজীবী মিজানুর রহমান জানান, শিরোনামহীনের পক্ষে ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে মামলা করেছিলেন নিম্ন আদালতে। নিম্ন (বিচারিক) আদালত শিরোনামহীন ব্যান্ডের গান গাইতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেন তুহিনের ওপর। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর