২৩ অক্টোবর, ২০১৯ ১৬:৩৬

ঢাকায় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন

অনলাইন ডেস্ক

ঢাকায় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন

ফাইল ছবি

'মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স, বলিউড তারকা সুস্মিতা সেন।

বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে স্পাইস জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান সাবেক এই বিশ্ব সুন্দরী। 

এদিন, সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে সেরা দশ প্রতিযোগী আজকের অংশ নেবেন। এ অনুষ্ঠানে সুস্মিতা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বলিউড অভিনেত্রী ছাড়াও বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় বিজয়ী আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর