দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে তড়িঘড়ি বেরিয়ে আসাটা ঠিক হয়নি বলে মন্তব্য করলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসে এক সাক্ষাৎকারে কেজরিওয়ালের অকপট স্বীকারোক্তি 'দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত তড়িঘড়ি নেওয়া হয়ে গিয়েছিল। আর এভাবে সরকার ছেড়ে বেরিয়ে আসাটা ঠিক হয়নি'। দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর এই প্রথম এ কথা স্বীকার করলেন কেজরিওয়াল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভায় ২৮টি আসন পেয়ে গত ২৮ জানুয়ারি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আপ প্রধান কেজরিওয়াল। দল হিসেবে গঠনের পর মাত্র ১১ মাস বয়সেই দিল্লির ক্ষমতায় আসে আম আদমি পার্টি। মাত্র ৪৯ দিন দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে থাকেন তিনি। এর পরই গত ১৪ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় বিজেপি এবং কংগ্রেসের বিরোধিতায় জন লোকপাল বিল পেশ না হওয়ার পর ওইদিন রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিয়াল। এর পরই এই ঘটনাকে বিরোধীরা ইস্যু বানিয়েছিল। তাদের অভিযোগ, দায়িত্ব এড়াতেই এভাবে পালিয়ে গেলেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে কেজরিওয়ালের বক্তব্য কৌশলগত দিক থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার আফসোস নেই, কিন্তু কংগ্রেস ও বিজেপি জন লোকপাল বিল বিধানসভায় আটকে দেওয়ার দিনই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। এ জন্য আরও সময় নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। দেশের নতুন সরকার সম্পর্কে কেজরিওয়ালের মন্তব্য, বিজেপি ১৮০টির কম আসন পাবে এবং নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্ব হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। -কলকাতা প্রতিনিধি