বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যন্মুখী এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, এ সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে উঠবে যেখানে দুই দেশের জনগণই হবে এ অংশীদারির মূল অংশীদার। গতকাল ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন প্রণয় ভার্মা। হাইকমিশনার ভার্মা বলেন, দুই দেশকে তাদের ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষা কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে আন্তনির্ভরতা আরও জোরদার করতে হবে। ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর নীতি এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশ ভারতের অন্যতম অগ্রাধিকার। এ সময় ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার লক্ষ্যে ভারতের বিশ্বব্যাপী সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে।
ভারতের এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাইকমিশনার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেক কাঠামোর অধীনে আঞ্চলিক সংহতির প্রধান চালিকাশক্তি। এ জোট দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছে।