জাপানের পর এবার ল্যাটিন আমেরিকার গুয়েতেমালায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী একটি স্থানে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর পিটিআই'র
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার ৮টার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী গুয়েতেমালা সিটির ১৩৫ মাইল দক্ষিণপশ্চিমে। গুয়েতেমালার সীমান্তবর্তী মেক্সিকোর শিয়াপাস অঞ্চলেও এর প্রভাবে ভূকম্পন অনুভূত হয়।
উল্লেখ্য, গতকাল দিবাগত মধ্যরাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউমু দ্বীপে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত বৃহস্পতিবার একই স্থানে ৬.২ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ