ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি ড্রোন তাতে আঘাত করেছে। তবে তা সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথ্রো বিমানবন্দরে নামতে পেরেছে। ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ এ খবর দিয়েছে। খবর বিবিসির
ব্রিটিশ এয়ারওয়েজের এ ফ্লাইটে ১৩২ জন যাত্রী ছিল এবং এটি জেনেভা থেকে লন্ডনে ফিরছিল। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। বিমানটি নামার পর পাইলট জানান, বিমানবন্দরের দিকে এগিয়ে আসার সময় কোনো বস্তু এয়ারবাস এ৩২০কে আঘাত করেছে; বস্তুটি ড্রোন বলে ধারণা করা হচ্ছে।হিথ্রোর এভিয়েশন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয় নি।
এদিকে, ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোর ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। কেউ যদি এ আইন লঙ্ঘন করে থাকে তবে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ