বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ ভোররাত ২টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। খবর পিটিআই'র
জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্যানুসারে, উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এ ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। তবে এতে তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ