রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় যেসব গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তাদের নাম জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদকে বলা হবে।
তিনি বলেন, 'এ বিষয়টি শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে। এসব গোষ্ঠী আইএস এবং জাবহাত আন-নুসরার মতোই সিরিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে কিন্তু নতুন নামের আড়ালে নিজেদেরকে গোপন করার চেষ্টা করছে।'
ল্যাভরভ আরো বলেন, নতুন নামের আড়ালে জাবহাত নুসরা আত্মগোপন করার চেষ্টা করছে -এমন আলামত পাওয়া গেছে। সন্ত্রাসী তালিকায় নাম নেই এমন ছোট ছোট দলের মধ্যে আত্মগোপন করে সন্ত্রাসীরা শাস্তি এড়াতে চাইছে বলেও জানান তিনি।
রুশ-মার্কিন মধ্যস্থতায় গত ২৭ ফেব্রুয়ারি গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস এবং আন-নুসরা ফ্রন্টকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ