জম্মু-কাশ্মীর বিভাজনকে কেন্দ্র করে চীনের আপত্তি নাকচ করল ভারত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারত সরকারিভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে, তার মধ্যে চীনের কিছু অংশ পড়ছে।’
তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে এর প্রতিবাদ করছে। এটা ‘বেআইনি’ এবং এটা কোনওভাবেই কার্যকরী হবে না। এটা বদল করতে পারবে না যে এর কিছু অংশ চীনের নিয়ন্ত্রণরেখার মধ্যে।’ ‘ভারত একতরফাভাবে দেশীয় আইন পরিবর্তন করেছে এবং এটা ‘বেআইনি’। কোনওভাবেই তা কার্যকর করা যায় না’ বলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন।
এরপরেই আজ (বৃহস্পতিবার) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার পাল্টা জবাবে চীনকে টার্গেট করে বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ নাক গলাক, এটা ভারত কখনও চায় না।’
এদিন রবীশ কুমার সাফ বলেন, ‘চীন হোক বা অন্য কোনও দেশ, আমরা কখনওই চাই না, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলুক। ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে যায় না।’
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে প্রতিবেশী পাকিস্তানের পক্ষ থেকে জোরালো আপত্তিকে কেন্দ্র করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। এক্ষেত্রে বরাবরই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। এবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যে কূটনৈতিক অঙ্গনে নয়া জল্পনা সৃষ্টি হয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক