১৭ এপ্রিল, ২০২১ ১২:২৯

পাকিস্তানে ফুটবল মাঠে বিস্ফোরণ, আহত ৭

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ফুটবল মাঠে বিস্ফোরণ, আহত ৭

ফাইল ছবি

পাকিস্তানের করাচির হাব এলাকার একটি ফুটবল মাঠে গত মঙ্গলবার খেলা চলা অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের সরকারি জাম গোলাম কাদির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ডেকে এলাকাটি ঘিরে ফেলা হয় বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে- দর্শকরা যেখানে বসেছিলেন, সেখানে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বেলুচিস্তানে একটি ফুটবল ম্যাচ চলার সময় বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফুটবল মাঠের দেয়ালের পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করেছিল; সেটা একটি ম্যাচ চলা অবস্থায় বিস্ফোরিত হয়।

পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি।

সূত্র: এএনআই।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর