১৭ এপ্রিল, ২০২১ ১৬:৫১

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিচলিত শত্রুরা, কি বলছে ইরান

অনলাইন ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিচলিত শত্রুরা, কি বলছে ইরান

ইরানে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিচলিত হয়ে পড়েছেন শত্রুরা। তারা এটাকে নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইরান সম্প্রতি ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রচলিত পরমাণু কর্মসূচি সংক্রান্ত নীতিমালার লঙ্ঘন তো নয় বরং তা বৈধ ও শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত। খবর পার্সটুডের।

‘ইরানের এ পদক্ষেপ শান্তিপূর্ণ পরমাণু তৎপরতার ক্ষেত্রে দেশটির নিজস্ব সক্ষমতা ও শক্তির স্বাক্ষর। যদিও কোনো কোনো দেশ ইরানের এ সক্ষমতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ এ অঞ্চলে তাদের মিত্র আরো কিছু দেশ এটাকে হুমকি বলছেন।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খাতিবযাদেহ সমালোচকদের ইরান বিরোধী দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাবে বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান আলোচনাকে বিঘ্নিত করাই তাদের মূল উদ্দেশ্য। এসব জোটের মহাসচিবদের এটা জেনে রাখা উচিত যে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর সদস্য এবং দেশটির সমস্ত পরমাণু কার্যক্রম ওই সংস্থার তত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর