২১ মে, ২০২২ ১৮:৪৬

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অ্যান্থনি আলবানিজ : রিপোর্ট

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অ্যান্থনি আলবানিজ : রিপোর্ট

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রধান তিন সংবাদ নেটওয়ার্কের আভাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। বিভিন্ন জনমত জরিপে লেবার পার্টির জয়ের আভাস রয়েছে।

দেশটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে গণনা। এরই মধ্যে দেশটির অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি), ৭ নিউজ এবং স্কাউ নিউজ অস্ট্রেলিয়ার আভাসে আলবানিজের জয়ের কথা অনুমান করা হচ্ছে। 

এর আগে, স্থানীয় সময় শনিবার সকালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এই ভোটে দেশটির বর্তমান ও লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

শেষ খবর পাওয়া পর্যন্ত লেবার পার্টি পার্লামেন্টের ১৫১ আসনের মধ্যে পেয়েছে ৬৯টি আসন। সরকার গঠনের জন্য দলটির ৭১ আসন প্রয়োজন। বর্তমানে ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোট পেয়েছে ৪৯ আসন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর