মৃত্যুর দশ বছর পর সাত কোটি টাকার আয়কর পরিশোধ করার নোটিশ পেয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক নারী শিক্ষক। এই ঘটনায় তার পরিবারের সদস্যরা রীতিমতো ভড়কে গেছেন। ওই শিক্ষক ২০১৩ সালে মারা যান।
কেবল উষা সনির পরিবার নয় এমন ভূতুড়ে আয়কর নোটিশ পেয়েছেন রাজ্যটির আরো ৪৪টি পরিবার। যাদের কাছে ১-১০ কোটি রুপির কর দাবি করা হয়েছে।
উষা পাটখেদা গ্রামের বাসিন্দা। তিনি কাজ করতেন একটি সরকারি স্কুলে। চলতি বছরের ২৬ জুলাই আয়কর বিভাগ তাকে নোটিশ পাঠায়। তাকে সাত কোটি ৫৫ লাখ রুপি কর পরিশোধ করতে বলা হয়।
উষার ছেলে পবন সনি জানিয়েছেন, ‘দীর্ঘ রোগ ভোগের পর আমার মা ১৬ নভেম্বর ২০১৩ সালে মারা গেছেন। এই নোটিশটি ২০১৭-১৮ অর্থ বছরে ধরে জারি করা হয়।’ ‘আমরা স্থানীয় থানায় একটি মামলা করেছি। আমার মায়ের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের (প্যান) অপব্যবহার করা হয়েছে। আমরা এ সম্পর্কে কিছুই জানি না।’
নিতীন জৈন নামে একজন রড বিক্রির দোকানে কাজ করে আয় করেন পাঁচ থেকে সাত হাজার টাকা। তাকে দেড় কোটি রুপির আয়কর নোটিশ পাঠানো হয়েছে। আয়কর অফিসে গিয়ে তিনি দেখতে পান তামিলনাড়ুর একটি গ্রামে তার নামে একটি অ্যাকাউন্ট খোলা আছে। যে গ্রামের নামও তিনি এর আগে শোনেননি।
নিতীন জানিয়েছেন, তার নামে ২০১৪-১৫ সালে খোলা ওই অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণের অর্থ লেনদেন করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল