যুক্তরাষ্ট্র ভারতে অস্ত্র বিক্রি বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছে। এরপরই চীন উস্কানি এড়াতে যুক্তরাষ্ট্র ও ভারতকে আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তাদের বিক্রয় আলোচনায় দর কষাকষির কৌশল হিসেবে চীনের সাথে "সংঘাত" ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
তিনি বলেন,"জাতিগুলির মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা পরিচালনার ক্ষেত্রে চীনকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয় এবং এটিকে গ্রুপ রাজনীতি এবং গ্রুপ সংঘাতকে উস্কে দেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানোও উচিত নয়।"
গুও আরও যোগ করেছেন, "এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্র, ভূ-রাজনৈতিক কৌশলের দাবার ছক নয়। একচেটিয়া বৃত্ত গঠন এবং গ্রুপ রাজনীতিতে জড়িত হওয়া নিরাপত্তা বয়ে আনবে না এবং কেবল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করবে।"
ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সপ্তাহে দুই দিনের সফরে ওয়াশিংটনে গেছেন।
তবে ট্রাম্প এই সফরের সুযোগ নিয়ে মোদির কাছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছেন।
চীনের মুখোমুখি হওয়ার জন্য ওয়াশিংটনের পরিকল্পনার অংশ হিসেবে জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি আমেরিকা ও ভারত কোয়াড জোটের অংশ।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ট্রাম্পের ভারতের সাথে প্রস্তাবিত বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তি ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
বিডি প্রতিদিন/নাজমুল