ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নাবলুস শহরের উপকণ্ঠে আসকার শরণার্থী শিবিরে ১৯ বছর বয়সী আদেল আহমেদ আদেল বাশকারকে ইসরায়েলি দখলদার সেনারা গুলি করে হত্যা করেছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, আসকার শিবিরের কাছে ইসরায়েলি বাহিনী বাশকারকে বুকে গুলি করে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে গুরুতর অবস্থায় তিনি মারা যান।
এর আগে, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে তুলকারাম থেকে তিন কিলোমিটার (১.৮ মাইল) পূর্বে অবস্থিত নূর শামস শরণার্থী শিবিরে হামলা চালানোর সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে।
নিহতদের নাম জিহাদ মাহমুদ হাসান মাশারকা (৪০), মুহাম্মদ গাসসান আবু আবেদ এবং ২৩ বছর বয়সী খালেদ মুস্তফা শরীফ আমের। তাদের মৃতদেহ ইসরায়েলি বাহিনী আটকে রেখেছে।
ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পর ২১শে জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে ব্যাপক আক্রমণ শুরু করে।
এই হামলার ফলে জেনিন, তুলকার্ম এবং ফারা শরণার্থী শিবির থেকে ৩৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল