বিশ্বের কোনো দেশেই বিচারককে নিয়ে প্রকাশ্য কেউ সমালোচনা করেন না। কিন্তু এসবকে থোরাই কেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা জারিকে দেশটির একাধিক বিচারক অবৈধ ঘোষণা করেছেন। এমন কী ট্রাম্প সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও হেরে গেছেন। ফলে এখন তার সব রাগ উগড়ে পড়ছে বিচারকদের ওপর। বিচারক ও বিচারব্যবস্থার ওপর বেজায় চটেছেন ট্রাম্প। ট্রাম্প ওই বিচারক ও বিচারব্যবস্থার প্রতি নিজের ক্ষোভ ঢেলেছেন টুইটারে। এক টুইটে তিনি লেখেন, ‘বিচারক দেশকে এমন বিপদে ফেলতে পারেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। যদি কিছু ঘটে, তাহলে ওই বিচারক আর বিচারব্যবস্থা দায়ী। জনতা খারাপ কিছুর জন্য তাকেও ঢালাওভাবে দোষ দেবে।’ আদালতের ওই স্থগিতাদেশের পর নিজের টুইটারে ওই বিচারককে প্রায় ‘দেখে নেওয়ারই’ হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি ওই বিচারককে ‘তথাকথিত’ বলেও আখ্যায়িত করেন। তবে সম্ভবত তার উপদেষ্টারা বিচারককে গালিগালাজ বন্ধের পরামর্শ দেওয়ার পর বাধ্য হয়েই কি না সুর নরম করে সীমান্তে ‘সতর্ক’ তল্লাশির পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার সিয়াটল আদালতের বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিতের নির্দেশ দেন। তিনি মিনেসোটা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের আবেদন আমলে এনে এ রায় দেন। এরপর রবিবার সানফ্রান্সিসকোর আপিল আদালত ট্রাম্প প্রশাসনের যুক্তি অগ্রাহ্য করে সিয়াটল আদালতের আদেশ বহাল রাখেন। এ প্রেক্ষিতে বিমান সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ এরই মধ্যে বলে দিয়েছে, ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে যেন উঠতে দেওয়া হয়। ফলে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা একপ্রকার বাতিল হয়ে যায়। এএফপি, বিবিসি।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু