বিশ্বের কোনো দেশেই বিচারককে নিয়ে প্রকাশ্য কেউ সমালোচনা করেন না। কিন্তু এসবকে থোরাই কেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা জারিকে দেশটির একাধিক বিচারক অবৈধ ঘোষণা করেছেন। এমন কী ট্রাম্প সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও হেরে গেছেন। ফলে এখন তার সব রাগ উগড়ে পড়ছে বিচারকদের ওপর। বিচারক ও বিচারব্যবস্থার ওপর বেজায় চটেছেন ট্রাম্প। ট্রাম্প ওই বিচারক ও বিচারব্যবস্থার প্রতি নিজের ক্ষোভ ঢেলেছেন টুইটারে। এক টুইটে তিনি লেখেন, ‘বিচারক দেশকে এমন বিপদে ফেলতে পারেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। যদি কিছু ঘটে, তাহলে ওই বিচারক আর বিচারব্যবস্থা দায়ী। জনতা খারাপ কিছুর জন্য তাকেও ঢালাওভাবে দোষ দেবে।’ আদালতের ওই স্থগিতাদেশের পর নিজের টুইটারে ওই বিচারককে প্রায় ‘দেখে নেওয়ারই’ হুমকি দিয়েছেন ট্রাম্প। এমনকি ওই বিচারককে ‘তথাকথিত’ বলেও আখ্যায়িত করেন। তবে সম্ভবত তার উপদেষ্টারা বিচারককে গালিগালাজ বন্ধের পরামর্শ দেওয়ার পর বাধ্য হয়েই কি না সুর নরম করে সীমান্তে ‘সতর্ক’ তল্লাশির পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার সিয়াটল আদালতের বিচারক জেমস রবার্ট ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিতের নির্দেশ দেন। তিনি মিনেসোটা ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের আবেদন আমলে এনে এ রায় দেন। এরপর রবিবার সানফ্রান্সিসকোর আপিল আদালত ট্রাম্প প্রশাসনের যুক্তি অগ্রাহ্য করে সিয়াটল আদালতের আদেশ বহাল রাখেন। এ প্রেক্ষিতে বিমান সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ এরই মধ্যে বলে দিয়েছে, ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে যেন উঠতে দেওয়া হয়। ফলে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা একপ্রকার বাতিল হয়ে যায়। এএফপি, বিবিসি।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
বিচারকের ওপরও চটলেন ট্রাম্প
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর