শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভারত-পাকিস্তান বাণিজ্য স্থগিত

পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের বিতর্কিত সীমান্তে বাণিজ্য স্থগিত করেছে ভারত। তাদের অভিযোগ, এ পথে অস্ত্র ও মাদকদ্রব্য পাচার হয়। পারমাণবিক শক্তিধর দুই দেশের সম্প্রতি নানা বিষয়ে উত্তাপের মধ্যে এ সিদ্ধান্ত জানাল ভারত। বৃহস্পতিবার ভারত সরকার জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তের অপব্যবহার হচ্ছে। সীমান্তের ওই অংশে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও জাল মুদ্রা পাচার হয় বলে জানায় তারা। ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখার (এলওসি) মাধ্যমে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এ বাণিজ্যের সম্পর্ক আছে বলে দাবি করছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, কঠোর তদারকি ব্যবস্থার আগ পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। বিনিময় পদ্ধতিতে বাণিজ্য চলে দেশ দুটির মধ্যে। মরিচ, জিরা, আম, শুকনো ফলসহ বিভিন্ন দ্রব্যের বিনিময় হয় এখানে। ২০০৮ সালে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি পন্থা হিসেবে বেছে নেওয়া হয় বাণিজ্য চুক্তিকে।

 বিবদমান অঞ্চলে তিনটি যুদ্ধের মধ্যে দুটিই ঘটে এ দুই শহরের মধ্যে। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের বরাতে বলা হয়, সরকারের আদেশে ভারতীয় সীমান্ত থেকে ফলবাহী ৩৫টি ট্রাক আটক করা হয়। এর আগেও ২০১৫ সালে পাকিস্তানি এক চালকের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ এনে সীমান্তে বাণিজ্য স্থগিত করে ভারত।

সর্বশেষ খবর