বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

চতুর্থবার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পেশ করবেন মে

৩১শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জুন মাসেই ইইউ থেকে বিচ্ছেদ চুক্তি অনুমোদন করাতে চান। আর এ ক্ষেত্রে দেশটির বিরোধী দলের সঙ্গে সমঝোতায় বসার প্রয়োজন আছে। তবে বিরোধী লেবার পার্টির সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা চলতি মাসে আরও একবার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের চেষ্টা চালাতে চান। আর আগামী মাসের প্রথম সপ্তাহে এই প্রস্তাব পেশ করার সম্ভাবনা আছে। সংসদের গ্রীষ্মকালীন বিরতির আগেই তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের প্রক্রিয়া চূড়ান্ত করে আগামী ৩১ শে অক্টোবরের নির্ধারিত সময়সীমার মধ্যে ব্রেক্সিট কার্যকর করার উদ্যোগ নিচ্ছেন। মন্ত্রিসভা ও পার্লামেন্টের পর রানী এলিজাবেথের আনুষ্ঠানিক সম্মতিও আদায় করতে হবে। উল্লেখ্য, সাধারণত জুলাই মাসের দ্বিতীয়ার্ধে সংসদে গ্রীষ্মকালীন বিরতি শুরু হয়।

সর্বশেষ খবর