মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান ‘ব্লক’ করেছে চীন

ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের গার্ডিয়ান পড়ার সুযোগও বন্ধ করে দিয়েছে চীন সরকার। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ যে কয়টি ইংরেজি নিউজ ওয়েবসাইটে চীনের মূল ভূখন্ডের বাসিন্দারা দেখতে পারতেন, তার মধ্যে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান অন্যতম। ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কিছু ইংরেজি নিউজ সাইট আগে থেকেই বন্ধ করে রেখেছে চীন। চীন সরকার ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক  যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ করে রেখেছে।

সর্বশেষ খবর