শিরোনাম
সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউনের মধ্যেই ফ্রান্সে ছুরি হামলা নিহত ২

করোনাভাইরাসের কারণে ফ্রান্সজুড়ে চলমান লকডাউনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর হোমো সুলিজেয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার শহরের একটি বেকারির সামনে হামলার ঘটনাটি ঘটেছে বলে সেখানকার মেয়রের বরাতে জানিয়েছে বিবিসি। ঘটনা প্রসঙ্গে মেয়র ম্যারি হেলেন থোরাভাল জানান, ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকার সময় হামলার ঘটনাটি ঘটে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গ্রেনোবল এলাকার কাছে হামলাকারী এক তামাক বিক্রেতার দোকানে প্রবেশ করে দোকান মালিককে ও এক ক্রেতাকে ছুরিকাঘাত করে। তারপর নিকটবর্তী কসাইয়ের দোকানে গিয়ে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে পুলিশ। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা।

সর্বশেষ খবর