শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলের ব্যাপারে কোনো ছাড় নয়

ইসরায়েলের ব্যাপারে কোনো ছাড় নয়

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আবদুর রহমান আলে-সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্ব্ওে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উসকানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি গতকাল দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়- অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আলে-সানি বলেন, যতদিন সব ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোনো পদক্ষেপ নিতে তেলআবিব ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। দেশটি কোনো ছাড়ও পাবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

সর্বশেষ খবর