রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য টিকায় ইইউর অনুমোদন

১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ পর্যবেক্ষক সংস্থা। গত শুক্রবার এই অনুমোদন দেওয়া হয়। শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পেল। ইইউর এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। আগামী মাস থেকেই জার্মানি ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। ইউরোপীয় মেডিসিন এজেন্সির টিকা নীতিবিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি এক সংবাদ সম্মেলনে ১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন। রয়টার্স

সর্বশেষ খবর