বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিরিয়ায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিভিন্ন এলাকা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অঞ্চলটির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারও সিরিয়ার উপকণ্ঠ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে সেগুলো প্রতিহত করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে একটি ইরানি অবস্থানে হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার সরকার সংশ্লিষ্ট নয় যোদ্ধার মৃত্যু হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালাচ্ছে বলে দামেস্ক অভিযোগ তোলার কয়েক দিনের মাথায় এসব হামলা চালানো হয়। ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সিরিয়ায় তাদের সামরিক অবস্থান নিয়ে উদ্বেগে রয়েছে ইসরায়েল। এই উদ্বেগ থেকে গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে প্রকাশ্যে খুব কমই স্বীকার করেছে তারা। সিরিয়ায় সাধারণত রাতে হামলা চালায় ইসরায়েল। তারা ইরান সমর্থিত যোদ্ধাদের ঘাঁটি, অস্ত্রের বহর এবং স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

সর্বশেষ খবর