শক্তিশালী টাইফুন ইয়াগি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানে তান্ডব চালানোর পর ভিয়েতমানের উত্তরাঞ্চলে গিয়ে হাজির হয়েছে। ঝড়টির কারণে হাইনানে দুজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ঝড় এ টাইফুন ইয়াগি। ইয়াগির উৎপত্তি গত সপ্তাহের মাঝামাঝি ফিলিপিন্সি দ্বীপপুঞ্জের পূর্ব দিকের প্রশান্ত মহাসাগরে। এরই মধ্যে ঝড়টির কারণে ফিলিপিন্সে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল টাইফুনটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় দ্বীপ জেলাগুলোতে আঘাত হানে।