Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৮

ঢাবি খ ইউনিটে ৮৯ ভাগ ফেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি খ ইউনিটে ৮৯ ভাগ ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ১১ ভাগ এবং ফেল করেছেন ৮৯ ভাগ শিক্ষার্থী। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

উপাচার্য জানান, এ বছর খ ইউনিটে ৩৩ হাজার ২৫৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ হাজার ৮০০ জন উত্তীর্ণ হয়েছেন। খ ইউনিটে মোট আসনসংখ্যা ২ হাজার ৩৩৩টি। উত্তীর্ণদের আগামীকাল বেলা ৩টা থেকে ৯ অক্টোবর বেলা ৩টার মধ্যে চয়েস ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনের জন্য ৫ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া DU KHA লিখে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে এসএমএস প্রেরণ করে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। ফল প্রকাশের সময় কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও খ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. বেগম আকতার কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ২৩ সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর