বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সীমান্তের সেই ৩১ রোহিঙ্গাকে ফেরত নিয়েছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত শূন্যরেখার ভারতীয় সীমানায় অবস্থানকারী ১৭ শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে অবশেষে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে তাদের গাড়িতে করে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেন কাজিয়াতলী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুর রহমান।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির গতকাল বলেন, বিএসএফ বিজিবির সঙ্গে কোনোরকম বৈঠক ছাড়াই সকাল ৭টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ রোহিঙ্গাদের নিয়ে যায়। তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভারত সে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিতারণের উদ্যোগ নেওয়ার পর মিয়ানমার থেকে পালিয়ে আসা এই জনগোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদেরই একটি দলকে ১৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কাজিয়াতলী সীমান্তের ২০২৯ নম্বর পিলারের কাছে কাঁটাতারের বেড়ার একটি পকেট গেট দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাধা দিলে রোহিঙ্গাদের দলটি শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়। তাদের কাছে ইউএনএইচআরসি কর্তৃক প্রদত্ত রিফিউজি কার্ড ও সার্টিফিকেট, জম্মু কাশ্মির ইন্টিগ্রেডেট চাইল্ড ডেভেলভমেন্ট ন্যাশনাল হেলথ মিশন জম্মু অ্যান্ড কাশ্মিরের হেলথ কার্ড সংগ্রহ করা রয়েছে। এ নিয়ে শনি ও রবিবার দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। অবশেষে রবিবার রাত ৮টায় রোহিঙ্গাদের ভারতের পক্ষ থেকে ২টি তাঁবু টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভারতের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হয় বলে বিজিবি সদস্যরা জানান। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর জানান, এ সব রোহিঙ্গা ভারতের বিভিন্ন রাজ্যে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে অবস্থান করত। সীমান্ত দিয়ে বিএসএফের সহযোগিতায় বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হয়।

সর্বশেষ খবর