শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মোবাইলে ফোন দিলে মর্গের লোক ধরেছে

নিজস্ব প্রতিবেদক

রাত ১০টার পর থেকে মোবাইলে ফোন দিয়েই যাচ্ছি কেউ ধরেনি। সকাল ৮টার সময় একজন ফোন ধরে বলল মর্গে আসেন- কাঁদতে কাঁদতে বলছিলেন কাজী এনামুল হকের বড়ভাই কাজী আমির হোসেন। সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এনামুল হক (২৮) বুধবার রাত ১০টার সময় দাতের চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। সেখানেই এনামুল ও চিকিৎসকসহ উপস্থিত সবাই আগুনে পুড়ে প্রাণ হারান। কাজী আমির হোসেন জানান, আগুনে এনামুলের মুখ হালকা পুড়ে গেছে। শরীরের জামাকাপড় পর্যন্ত অক্ষত আছে। কিন্তু ধোঁয়ার কারণে হয়তো শ্বাস নিতে পারেনি সে। পুরান ঢাকায় আগুন লাগার খবর শোনার পর থেকে এনামুলের মোবাইলে ফোন করে যাচ্ছি। সারারাত কেউ ফোন না ধরলেও সকালবেলা একজন ফোন ধরে বলেন মর্গে আসেন, মরদেহ শনাক্ত করে নিয়ে যান।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের কাজী মতলেবের ছোট ছেলে কাজী এনামুল হক। তিনি রাজধানীর সিটি কলেজে এমবিএর ছাত্র ছিলেন। পাশাপাশি চকবাজারের একটি মেসে থেকে লেখাপড়া করতেন।

সর্বশেষ খবর