বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই অধিকাংশের মৃত্যু

উপসর্গ নিয়ে মারা গেলেন আরও ২৫ জন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে তিনজন ছিলেন করোনা পজেটিভ। ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা নরসিংদী, হবিগঞ্জ, মাদারীপুর, পটুয়াখালী, চাঁদপুর, বগুড়া, সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর ও ফেনী জেলার বাসিন্দা। সব মিলে করোনা উপসর্গ নিয়ে গতকাল ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যাওয়াদের অধিকাংশের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে।

ঢাকা মেডিকেলে ১৩ জনের মৃত্যু : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছিলেন করোনা পজিটিভ। অনেকের করোনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফায়জা বেগম (৭৩), মো. মোমেন (৫০) ও আইয়ুব আলী (৬২)। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ফায়জুন নেসা (৭০), শরফত উল্লাহ (৬৪), মহিন হোসেন (৩৪), আলমাছ (৭৫), হোসের বেগম (৬৫), মিজানুর রহমান (৩০), মো. আলী (৫৬), রেশমী (৪০), সাকির হোসেন (৫৬) ও উমরাতা জাহান (৫০)।

জেলায় জেলায় ১৫ মৃত্যু : আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী- নরসিংদী : করোনার উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শ্যামল সাহা (৪০) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। আগের দিন তীব্র জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হবিগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে যুবলীগ নেতা শহিদ উদ্দিন জিসনুর (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোরে মারা যান। মাদারীপুর : করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরান পোদ্দার (৫৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। ছয় দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। পটুয়াখালী : জ¦র-শ^াসকষ্ট নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে শ্বাসকষ্ট বেড়ে তারা মারা যান। গত সোমবার রাতে শহরের টাউন জৈনকাঠী এলাকার মমতাজ বেগম (৫৮) হাসপাতালে ভর্তি হন। সকালে মারা যান। অন্যদিকে রবিবার জ¦র-শ^াসকষ্ট নিয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের নন্দকানাই এলাকার মো. জাফর (৬০) হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। চাঁদপুর : করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তির পর দুপুরেই মারা যান মতলব উত্তর উপজেলার কালিকাপুর গ্রামের জয়নাল আবেদীন প্রধান (৮২)। একইভাবে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়ে বিকালে মারা যান হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল খালেক (৪৮)। সোমবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে কুমিল্লার একটি হাসপাতালে মারা যান শাহরাস্তি উপজেলার পৌর ভূমি অফিসের কর্মচারী আবদুস সালাম (৪৮)। করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর শহরের বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন (৬৫) সোমবার গভীর রাতে মাদ্রাসা রোডস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বগুড়া : করোনা উপসর্গ নিয়ে এক ব্যাংকার ও এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পল্লী চিকিৎসক আবু বকর সোমবার রাত সাড়ে ১০টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে এবং ব্যাংকার রাজিব কুন্ডু (৪৩) সোমবার রাত ১১টায় আদমদীঘি উপজেলার নিজ বাড়িতে মারা যান। আবু বকর আগের দিন রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে সোমবার রাত ১১টায় আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া : জেলার ভেড়ামারা উপজেলায় নিতাই কু-ু (৩৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সন্ধ্যায় মারা যান তিনি। ফরিদপুর : জেলার বোয়ালমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে লিপন মোল্যা (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, লিপন লিভারের রোগী, সেই সঙ্গে বেশ কয়েকদিন জ্বর, ঠান্ডা ও গলাব্যথায় ভুগছিলেন। ভয়ে করোনা পরীক্ষা করাননি। সোমবার বিকালে তিনি মারা যান। ফেনী : সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যাওয়ার পথেই এক নারীর (৭০) মৃত্যু হয়েছে। ওই নারীর ছেলে করোনা পজেটিভ হওয়ায় গত রবিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

সর্বশেষ খবর