বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

দীঘিনালায় অস্ত্র-গুলি টাকাসহ ৪ ইউপিডিএফ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালার বানছড়া (ফ্রেশ বাজার) এলাকা থেকে অস্ত্র-গুলি ও টাকাসহ শীর্ষ চার ইউপিডিএফ সদস্যকে  গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ ভোর ৫টায় নিরাপত্তা বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, প্রত্যয় চাকমা (ডা. প্রীতি-৪২), সাবেক ইউপি মেম্বার, দীঘিনালা ইউনিটের চিফ কালেক্টর বিধু ভূষণ চাকমা (অনিক-৫১), দীঘিনালার কারবারি টিলা এলাকার কালেক্টর সমর বিকাশ চাকমা (ভালো চাকমা-৩৬) ও কালেক্টর পূর্ণ জীবন চাকমা (চিক্কুলু চাকমা-৪২)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড তাজা গুলি, ১০টি মোবাইল সেট, ৭টি চাঁদা আদায়ের রশিদ বই, চাঁদার ৫ লাখ ৭৪ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)-এর সক্রিয় সদস্য এবং অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, নিরাপত্তা বাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলো সরিয়ে নেওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা উপজাতীয় আঞ্চলিক দলগুলো। এদিকে আটককৃতদের নিজেদের কর্মী বলে দাবি করে গণমাধ্যমের কাছে প্রতিবাদ পাঠিয়েছে ইউপিডিএফ। দলটির প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমা এক বিবৃতিতে গ্রেফতারকৃত চার ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর