শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

পদ্মায় গোসলে নেমে দুই বন্ধুসহ চারজনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে দুই বন্ধুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মেঘনার গজারিয়ায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এবং গতকাল এসব ঘটনা ঘটে। পদ্মায় মৃতরা হলেন- মশদগাঁওয়ের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী (২০), টিপু খন্দকারের  ছেলে সীমান্ত (১৮) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আবদুর গফুরের ছেলে আবদুল কাদের (২৫) এবং লৌহজংয়ের নোয়াপাড়া গ্রামের মিনার হোসেনের মেয়ে মরিয়ম (৭)। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে তিন বন্ধু একান্ত, মাহিম ও সীমান্ত দক্ষিণ মশদগাঁও অংশ দিয়ে পদ্মা নদীতে গোসলে নামেন। প্রবল  স্রোতে তারা ভেসে গেলে জেলেরা একান্তকে উদ্ধার করতে সক্ষম হন; কিন্তু মাহিম ও সীমান্ত পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকালে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। একই দিন উপজেলার কলমা এলাকায় পদ্মা নদীতে গোসলে নামেন আবদুল কাদেরসহ কয়েকজন। এ সময় স্রোতে শিশু মরিয়ম ডুবে গেলে কাদের তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও তলিয়ে যান। পরে সন্ধ্যায় কাদেরের এবং গতকাল ভরাকল এলাকা থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম কবির বলেন, বুধবার পৃথকভাবে পানিতে নিখোঁজ হওয়ার  ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বুধবার তিনজন ও বৃহস্পতিবার  নিখোঁজ হওয়া শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু অয়ন (৫)। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকাল ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর