মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে দুই বন্ধুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মেঘনার গজারিয়ায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এবং গতকাল এসব ঘটনা ঘটে। পদ্মায় মৃতরা হলেন- মশদগাঁওয়ের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী (২০), টিপু খন্দকারের ছেলে সীমান্ত (১৮) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আবদুর গফুরের ছেলে আবদুল কাদের (২৫) এবং লৌহজংয়ের নোয়াপাড়া গ্রামের মিনার হোসেনের মেয়ে মরিয়ম (৭)। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে তিন বন্ধু একান্ত, মাহিম ও সীমান্ত দক্ষিণ মশদগাঁও অংশ দিয়ে পদ্মা নদীতে গোসলে নামেন। প্রবল স্রোতে তারা ভেসে গেলে জেলেরা একান্তকে উদ্ধার করতে সক্ষম হন; কিন্তু মাহিম ও সীমান্ত পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকালে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। একই দিন উপজেলার কলমা এলাকায় পদ্মা নদীতে গোসলে নামেন আবদুল কাদেরসহ কয়েকজন। এ সময় স্রোতে শিশু মরিয়ম ডুবে গেলে কাদের তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও তলিয়ে যান। পরে সন্ধ্যায় কাদেরের এবং গতকাল ভরাকল এলাকা থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম কবির বলেন, বুধবার পৃথকভাবে পানিতে নিখোঁজ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বুধবার তিনজন ও বৃহস্পতিবার নিখোঁজ হওয়া শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু অয়ন (৫)। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বিকাল ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
পদ্মায় গোসলে নেমে দুই বন্ধুসহ চারজনের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর