স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনা আক্রান্ত রোগীর বড় একটি অংশ এখন গ্রামের। ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েই চলেছে। অন্তহীন সমস্যা সব হাসপাতালে। বাইরের করোনা রোগীরা ভিড় জমাচ্ছে রাজধানীতে। কারণ পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই। আইসিইউ ও অক্সিজেন সংকটে রোগী মৃত্যু হারও বাড়ছে। গত দেড় বছরে প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে ঢাকার বাইরের হাসপাতালগুলো। সমস্যা চিহ্নিত করার পরও স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুতগতিতে কাজ করতে পারেনি। আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের অভাব ও বাস্তবতার বাইরে অবস্থানই এর কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ কীভাবে আসতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী